মধ্যবিত্ত পরিবারের ছেলে

মধ্যবিত্ত পরিবারের ছেলে

পকেটে ১০ টাকা থাকলে ১০ হাজার স্বপ্ন যাদের মাথায় ঘুরপাক খায় এরাই মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে।
ছোটবোনের পড়াশোনা,নিজের ভবিষ্যৎ, বড় বোনের বিয়ে যখন নির্ভর করে রাজমিস্ত্রি বাবার উপর।
হঠাত বাবা অসুস্থ। সংসারে নেমে আসে ধস।দিন আর চলে না।নিজের স্বপ্নকে কবর দিয়ে বেরিয়ে যায় জীবিকানির্বাহ করতে।
কিন্তু পৃথিবীটা যে অনেক নিষ্ঠুর। এতে সহজে কি তাকে সুযোগ দিবে বাবা মার মুখের অন্ধকার দূর করতে।
পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু চাকরি মিলে না ঘুষের অভাবে যদিও যথাযথ মেধা আছে।
চাকরি যখন হবে চাকরিদাতা বড় অঙ্কের টাকা দাবি করে।মুখ কালো করে বেরিয়ে আসে ছেলেটা।
আবার স্যান্ডেলটটা পায়ে দিয়ে ফুটপাত ধরে হাটছে।রাস্তার পাশে সাইনবোর্ড এর দিকে তীব্র খেয়াল ছেলেটার।

হঠাত ভালোবাসার মানুষের ফোন
– কি করছো?( মেয়েটা)
– বসে আছি। ( যদিও স্যান্ডেল পায়ে নিয়ে চাকরির জন্য হাটছে)
– খাইছো?
– হুম। ( সকালে দুইটা হাফ টুস খেয়েছে এখন প্রায় বিকেল)

সারাদিন পরিশ্রমের পর বিছানায় শুয়ে ছেলেটা হিসেব কষছে কিভাবে একটা জব পাবে।সংসার যে আর চলছেই না।কখন ঘুম আসল টের পায় নি।
সকালে ওঠে আরেকটা ইন্টার্ভিউ দিতে যাওয়ার কথা।পায়ের স্যান্ডেলটার অবস্থা খুবই খারাপ।ইশ যদি না ছিড়তো।
জুতা বাচিয়ে হাটার প্রচেষ্টা চালাচ্ছে ছেলে।যাহোক ইন্টার ভিউ বোর্ড এ পৌছে গেল।
যোগ্যতার চেয়ে কম বেতনের একটা চাকরি হয়ে গেল।

টাকা বাচাতে ছেলেটা বাসের ছাদে, কখনো বা জুলে জুলে অফিস করতে যায়।খাবারের মেনু ও কম।কেবল শুটকি বর্তা আর ডাল দিয়ে চলে যায় দিনের পর দিন।

মাসে ১০ হাজার টাকা বাড়িতে পাঠায়।খাবারের আর মাসটা চালানোর জন্য সর্বনিম্ন এমাউন্ট নিজের জন্য রাখে।বাজে কোন নেশা তো অহমিকা।

কিছুদিন পর,
কাল ঈদ,
বোনের জন্য,বাবা,মা,ছোট ভায়ের,পছন্দের মানুষের জন্য ছেলেটা কাপড় কিনছে।সব কিনে দেখা গেল ১৫০ টাকা আছে বাকি।ছেলেটা নিজের জন্য কেবলই একটা হাফ হাতা টি শার্ট কিনলো তাও আবার আউট অফ মার্কেট থেকে।

সবাই কে হাসিয়ে যেন তৃপ্ততা পেল ছেলেটা।
হাই স্কুলে যে ছেলে ড্রেসের পিছনের অংশটা দেখবেন ভাজ হয়ে আছে। আয়রন করলেও সোজা হবার নয়।এরাই মধ্যবিত্ত পরিবারে ছেলে।
হয়ত আপনাকে ভালো মার্কেটে নিয়ে যেতে পারবে,এসি প্রাইভেট কারে করে ঘুরাতে পারবে না।
কিন্তু নদীর পাড়ের ২ প্লেট ফুচকা,রিকসা নিয়ে ঘুরাতে পারবে।আর কিছু না পেলেও আপনাকে ঠিকই ভালোবাসতে পারবে, ,সুখি রাখার কোন চেষ্ঠা বাদ রাখবে না। সংসারটা সুখেই চালাতে পারবেনা।

এঁদের কে যথা সম্ভব আকড়ে ধরুর।হারিয়ে যেতে দিবেন না।
কারন প্রকৃত ভালোবাসা বিরল এই পৃথিবীতে।

গল্পের বিষয়:
জীবনের গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত