টান

টান

টান:-

ছোট্ট মেয়েটিকে রোজ -রোজ ওই ডাস্টবিনের সাথে কথা বলতে দেখে আজ রক্তিম ওকে কাছে ডাকে,…এই..শোন…..কি নাম তোর?
“আমি গুড়িয়া..।”
তুই এখানে এসে এই ডাস্টবিনের সাথে কেন কথা বলিস …? বোকা মেয়ে ও কি কথা বলতে পারে নাকি??
“জানি তো পারে না… কিন্তু তাও বলি…দিদার মুখে শুনেছি যে নাড়ির টান নাকি কখনো ছেঁড়া যায় না…আমিও তো পারিনি…. এখানে এলেই আমি ওই মা-মা গন্ধটা পাই… আমার তখন খুব ভালো লাগে…। আচ্ছা দাদা আমি আসি……বন্ধুরা ডাকছে।”…..

গুড়িয়ারা সত্যিই খুব বোকা… তাই না???

গল্পের বিষয়:
জীবনের গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত