আবার কবে পুড়বে

আবার কবে পুড়বে
একটি আলুর গুদামে কোন কারণবশতঃ আগুন লেগেছিল। আলুর গুদামের মালিক মাথায় হাত দিয়ে বসেছিল।
গুদামের অনেক টাকার আলু ছিল যে।
গোপাল সেই পথ দিয়ে যাচ্ছিল, অপর সকলে যখন আগুন নেভাতে ব্যস্ত গোপাল তখন পাশের একটি মুদি দোকান
থেকে খানিকটা নুন চেয়ে পোড়া এবং আধ-সেদ্ধ আলুগুলো মনের আনন্দে নুন দিয়ে খেতে লাগল। আলু খেতে খেতে
তার পেট ভরে গেল। গুদামের মালিককে এক কোণে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে গোপাল বলল- মাথায় হাত
দিয়ে বসে আছেন কেন দাদা? এটা কি মাথায় হাত দিয়ে বসে থাকবার সময়?
গুদামের মালিক আফসোস করে বলল- যার যায়, সে-ই বোঝে ভাল। এই আলুর গুদামটা যে আমার।
গোপাল লোকটার আরো কাছে গিয়ে বলল- তাই নাকি দাদা? তবে তো আপনি ঠিক খবর দিতে পারবেন।
-কি খবর?
-আবার কবে আলুর গুদাম পুড়বে দাদা?
গল্পের বিষয়:
কৌতুক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত