গোপালের অতিথি সৎকার

গোপালের অতিথি সৎকার

এক বিদেশি পথিক রাত্রে অজানা জায়গায় এসে পড়েছে। তার উপর বৃষ্টি ও ঝড় নামল খুব জোরে। এই ঘন অন্ধকারে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এ সময় কোথাও আশ্রয় না নিলে নয়। সে পথের ধারে এক বাড়ির দরজায় বারবার আঘাত করতে লাগল। এ গৃহস্বামীটি হচ্ছেন গোপাল। তিনি উপর থেকে জানলা খুলে জিজ্ঞাসা করলেন ‘কে হে বাপু তুমি? এত রাত্রে কড়া নাড়ানাড়ি করছে কেন?

পথিক। ‘আজ্ঞে আমি বহুদূর থেকে আসছি। বিদেশি পথিক।’

গোপাল  : ‘এখানে আপনার কী চাই?’

পথিক :  ‘রাত্রিটা এখানে থাকতে চাই মহাশয়।’

গোপাল  : তা থাকতে পারো ওখানে। তার জন্যে আমাকে ডাকবার কোনও দরকার ছি না তো। ওটা সরকারি রাস্তা, যেকেউ ওখানে থাকতে পারে। বাড়ির বাইরের এই আশ্রয়টুকুর জন্য প্রার্থনার কোনও প্রয়োজনই বা কি? না না, আমার কোনো আপত্তিই নাই। তুমি নিশ্চিন্ত ওখানে থাকতে পার।

কিন্তু পরে সেই পথিককে আদর করে ঘরে ডেকে নিয়ে খেতে ও আশ্রয় দিয়ে এবং শুকনো কাপড় চোপড় দিয়ে তার সেদিন বহু উপকার করেছিল।

গল্পের বিষয়:
কৌতুক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত