শিক্ষামূলক গল্প: এক ঢিলে তিন শিকার

এক বস্তুবাদী নাস্তিক এক ইমাম সাহেবের কাছে গিয়ে তার সন্দেহ পেশ করল। সে বলল,
(ক) যা দেখা যায় না, তা বিশ্বাস করি কীভাবে? তাই আমি আল্লাহকে বিশ্বাস করি না।

(খ) আপনারা বলেন, ‘শয়তান জাহান্নামে যাবে। আবার বলেন, ‘শয়তান আগুন থেকে সৃষ্টি। তাহলে আগুনে আগুন শাস্তি বা কষ্ট পাবে কীভাবে?

(গ) আপনারা বলেন, দুনিয়ার যা কিছু ঘটে, তা আল্লাহর লিখিত তকদীর অনুযায়ী ঘটে। সুতরাং পাপ করলে মানুষ দায়ী বা দোষী হবে কেন?

বিচক্ষণ ইমাম সাহেব মুখে কিছু উত্তর না দিয়ে মাটির একটা ঢিল তুলে নিয়ে তার কপালে ছুড়ে মারলেন।

লোকটি রাগে উত্তেজিত হয়ে উঠে বলল, আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম। আর আপনি জবাব না পেয়ে আমাকে ঢিল ছুড়ে মারলেন? আমি আপনার বিরুদ্ধে কাযীর কাছে নালিশ করব!
ইমাম সাহেব গম্ভীরভাবে বললেন, ‘ঢিল মেরেই তো আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। তুমি রাগছো কেন?
ইমাম: তুমি কি ব্যথা পেয়েছ?
লোকটি: অবশ্যই…
ইমাম: আমি বিশ্বাস করি না যে, তুমি ব্যথা পেয়েছ। কারণ যা দেখা যায় না, তা অবিশ্বাস্য, এ কথা তুমিই বলেছো তাই না?

তাছাড়া তোমার ব্যথা পাওয়ারও তো কথা নয়। কারণ, তুমি মাটির সৃষ্টি। আর আমি তোমাকে মাটির ঢিল ছুড়ে মেরেছি। সুতরাং মাটির আঘাতে মাটির তো কষ্ট পাওয়ার কথা নয়। যেমন তুমি বলেছ, আগুনের সৃষ্টি শয়তান আগুন দ্বারা কষ্ট পাবে না।

আর আমি তোমাকে মেরেছি বলে কাযীর কাছে নালিশ করবে কেন? আমার তো কোন দোষ নেই। যেটা ঘটেছে, সেটা তো আল্লাহর লিখিত তকদীর অনুযায়ীই ঘটেছে।

নাস্তিক লোকটি ইমাম সাহেবের নিকট থেকে উচিত জবাব পেয়ে কপালে হাত বুলাতে বুলাতে বিদায় নিল।

গল্পের বিষয়:
ইসলামিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত