রিযিক, উপার্জন ও তাওয়াক্কুল নিয়ে একটি চমৎকার গল্প

প্রায় ১৩০০ বছর আগের কথা। বিখ্যাত আলেম হযরত শাকীক বলখী (র) ব্যবসায়ের উদ্দেশ্যে সফরে বের হলেন। পথিমধ্যে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়ার জন্যে এক বিরান ঘরে আশ্রয় গ্রহণ করলেন। ঘরের মধ্যে দেখলেন একটি অন্ধ পাখি। উপরন্তু পাখিটির হাত-পা অচল।

তিনি তাজ্জব হয়ে ভাবলেন, এই জনমানবহীন এলাকায় অন্ধ-অচল পাখিটি বেঁচে আছে কীভাবে? সে তো চোখে দেখে না, নড়াচড়া করতে পারে না! শিকার কীভাবে ধরবে?

একটু পরেই সেখানে একটি পাখি উড়ে এল। পাখিটির সঙ্গে কিছু খাবার। নতুন পাখিটি দিনে কয়েকবার এভাবে এসে অন্ধ পাখিটিকে খাবার দিয়ে যায়।

এধরনের এলাহি আয়োজন দেখে তিনি ভাবলেন- যিনি এই নির্জনবাসে অন্ধ পাখিকে এভাবে খাদ্যের ব্যবস্থা করে দিতে সক্ষম, তিনি তো আমার জীবিকারও ব্যবস্থা করতে সক্ষম। এ কথা ভেবে হযরত শাকীক বলখী ঘরে ফিরে এলেন।

ফিরে আসার পর প্রিয় বন্ধু হযরত ইব্রাহীম ইবনে আদহাম (র) কে এই ঘটনা খুলে বললেন।
ইবরাহীম ইবনে আদহামের কী জবাব দিলেন জানেন?
তিনি জবাবে বললেন-
“শাকীক! বড়ই আশ্চর্য হলাম আপনার কথা শুনে। আপনি কীভাবে নিজেকে একটি অন্ধ পাখির মতো ভেবে সন্তুষ্ট হতে পারলেন?
তাছাড়া যে পাখিটি বেঁচে আছে অন্যের সাহায্যের উপর ভরসা করে!
আপনি কেন নিজেকে এমন একটি পাখির মতো ভাবতে পারলেন না, যে নিজের এবং অন্য আরেকটি পাখির জন্যে উপার্জন করে ফিরছে।

আপনার কি জানা নেই- ‘দাতা হাত গ্রহীতা হাতের চাইতে উত্তম’ (আরবি প্রবাদবাক্য)।”
একথা শোনার পর শাকীক বলখী (র) ওঠে গিয়ে ইবরাহীম আদহামের হাতে চুমু খেয়ে বললেন, “আবু ইসহাক! আপনি আমাদের শিক্ষক।” তারপর তিনি পুনরায় ব্যবসায় ফিরে যান।

ইসলামে জীবিকার নিরাপত্তা, মাওলানা যাইনুল আবেদীন – বই থেকে অনুলিখিত।
(নাসীহা গ্রুপ থেকে সংগৃহীত)

গল্পের বিষয়:
ইসলামিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত