শিক্ষামূলক গল্প,সাহাবাদের গল্প
ওমর (রাঃ) জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন। এক রাতে একটি ছোট্ট কুটিরের সামনে এলে তিনি বাড়ীর ভিতরের কথাবার্তা শুনতে পেলেন। মা মেয়েকে আদেশ করছেন, আমরা গরীব এই অল্প আয়ে আমাদের চলবে না‘দুধের সাথে পানি মিশাও। ভোর হয়ে এল’। মেয়েটি উত্তর দিল, ‘না মা, ওমর (রাঃ) দুধে পানি মিশাতে নিষেধ করেছেন। তিনি জানতে পারলে শাস্তি দিবেন’।
মা বললেন, ‘ওমর দেখতে পেলে তো’? মেয়ে বলল, ‘আমি প্রকাশ্যে তাঁর আনুগত্য করব, আর গোপনে তাঁর অবাধ্যতা করব? সে আরও বলল, ওমর (রাঃ) হয়ত আমাদেরকে দেখছেন না, কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেখছেন! গোপনে মা মেয়ের কথোপকথন ও মেয়ের বিশ্বাসের দৃঢ়তা দেখে ওমর (রাঃ) অভিভূত হলেন বাড়ীটি চিহ্নিত করে ফিরে এলেন। পরে তাদেরকে দরবারে ডাকলেন, মেয়ের মা প্রথমে ভীত ছিলেন কিন্তু ওমর রা: তাদের অভয় দিলেন তাদের সাথে কথা বললেন এবং তার ছেলে আছেমের সাথে ঐ মেয়ের বিবাহ দিলেন। তার গর্ভে দু’টি কন্যাসন্তান জন্মগ্রহণ করেছিল, আবার সেই দুই কন্যার একজনের গর্ভে ওমর বিন আব্দুল আযীয (রহঃ)-এর জন্ম হয়েছিল।
(তারীখু মাদীনাতি দিমাশক ৭০/২৫৩)
শিক্ষা : পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দ্বীনদারী ও আল্লাহভীরুতাকে প্রাধান্য দিতে হবে।