তাবিজ সম্পর্কে মানুষের খুব বাড়াবাড়ি দেখা যায়। সবকিছুতেই তাবিজ নিয়ে বসে। ভাব দেখে মনে হয় শীঘ্রই এরা বিয়ে না করেও তাবিজের দ্বারা সন্তান লাভের চেষ্টা করবে। সবকিছুতেই তাবিজ চাইতে আসার ব্যাপারে একটি ঘটনা মনে পড়ল।
এক মদ বিক্রেতা হযরত শাহ্ আব্দুল কাদের (রঃ) এর কাছে এসে বলল, “হযরত! মদ বিক্রি হয় না, একটা তাবিজ দিয়ে দিন।” তিনি একটি তাবিজ লিখে দিলেন। ফলে খুব মদ বিক্রি শুরু হল। মাদ্রাসার ছাত্ররা সন্দেহ করে বলল যে, হযরত এটা কী করলেন? মদ বিক্রেতাকেও তাবিজ দিলেন! এটা দেখছি গুনাহ্ করতে সাহায্য করা হল। বিষয়টি জানতে পেরে তিনি মদ বিক্রতাকে বললেন, “ভাই তাবিজটি নিয়ে এসো দেখি”! সে তাবিজ নিয়ে আসলে খুলে তিনি ছাত্রদেরকে দেখালেন। তাতে লিখা ছিল “আয় আল্লাহ্! মদ খাওয়া যাদের তকদীরে লিখা আছে তারা তো মদ খাবেই। সুতরাং এর দোকান থেকেই যেন খায়।”
সবাই লিখাটি দেখে অবাক! এসব বুযুর্গদের বিরুদ্ধে আবার অভিযোগ হতে পারে? বস্তুতঃ মুহাক্কেক আলেমদের ভুল ধরাটাই ভুল।
—আল এফাযাতুল ইয়াউমিয়্যাহ্ খন্ড ৩,পৃষ্ঠা ২১৯।