হযরত ইউসুফ (আঃ) এর জীবনী চতুর্থ পর্ব

হযরত ইউসুফ (আঃ) এর জীবনী চতুর্থ পর্ব

হযরত ইউসুফ (আঃ) এর জীবনী চতুর্থ পর্ব

ইউসুফ আ. কে ক্রয় করা

আল্লাহ তা‘আলা এ রত্ন, আযীযে মিসরের (মিসরের তৎকালীন অর্থমন্ত্রী) এর জন্য নির্ধারিত করেছিলেন। তিনি বিনিময়ে উল্লিখিত দ্রব্যসামগ্রী দিয়ে ইউসুফ আ. কে ক্রয় করে নেন।

আল্লাহ তা‘আলা মিসরে ইউসুফ আ. কে ক্রয় করার জন্য সে দেশের সর্বাধিক সম্মানিত ব্যক্তিকে মনোনীত করেছিলেন। আল্লামা ইসমাঈল ইবনে কাসীর রহ. বলেন, “যে ব্যক্তি হযরত ইউসুফ আ. কে ক্রয় করেছিলেন, তিনি ছিলেন মিসরের অর্থমন্ত্রী। তার নাম কিতাফীর। কোনো কোনো বর্ণনায় ইতফীরও এসেছে। তৎকালে মিসরের সম্রাট ছিলেন আমালেকা জাতির জনৈক ব্যক্তি রাইয়ান ইবনে উসাইদ। তিনি পরবর্তীকালে ইউসুফ আ.এর হাতে মুসলমান হয়েছিলেন এবং তাঁর জীবদ্দশায় মৃত্যু বরণ করেছিলেন।” (তাফসীরে মাযহারী)

ক্রেতা আযীযে মিসর-এর স্ত্রীর নাম ছিল রাঈল কিংবা যুলাইখা। আযীযে মিসর কিতফীর ইউসুফ আ. সম্পর্কে স্ত্রীকে যে নির্দেশ দিয়েছিলেন, নিম্নেবর্ণিত আয়াতে তা-ই বিবৃত হয়েছে,

وَقَالَ الَّذِی اشْتَرٰىهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖۤ اَكْرِمِیْ مَثْوٰىهُ عَسٰۤی اَنْ یَّنْفَعَنَاۤ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا○

অর্থঃ মিসরে যে ব্যক্তি তাকে ক্রয় করলো, সে তার স্ত্রীকে বললো, তার সম্মানজনক থাকার ব্যবস্থা করো। হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নিব। (সূরা ইউসুফ, আয়াত: ২১)

আয়াতে বর্ণিত “সম্মানজনক থাকার ব্যবস্থা” দিয়ে উদ্দেশ্য ছিল, তাকে বসবাসের উত্তম জায়গা দাও। ক্রীতদাসের মতো রেখো না এবং তার প্রয়োজনাদির সুবন্দোস্ত করো।

তিন ব্যক্তির বিচক্ষণতা

হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ রা. বলেন, দুনিয়াতে তিন ব্যক্তি অত্যন্ত বিচক্ষণ এবং চেহারা দেখে শুভাশুভ নিরূপণকারী প্রমাণিত হয়েছে। প্রথমজন আযীযে মিসর, তিনি স্বীয় নিরূপণ শক্তি দিয়ে হযরত ইউসুফ আ. এর গুণাবলী সম্বন্ধে অবহিত হয়ে স্ত্রীকে তার উত্তম বন্দোবস্তের নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয়জন হযরত শু‘আইব আ. এর ঐ কন্যা, যিনি মূসা আ. সম্পর্কে স্বীয় পিতাকে বলেছিলেন,

قَالَتْ اِحْدٰىهُمَا یٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ ۫ اِنَّ خَیْرَ مَنِ اسْتَاْجَرْتَ الْقَوِیُّ الْاَمِیْنُ○

অর্থঃ পিতাজী! তাকে মজদুর রেখে দিন। কেননা আপনার উত্তম মজদুর সবল ও বিশ্বস্ত ব্যক্তিই হতে পারে। (সূরা কাসাস, আয়াত: ২৬)

তৃতীয়জন আবু বকর সিদ্দীক রা., তিনি স্বীয় দূরদর্শিতা দিয়ে ফারুকে আযম হযরত উমর রা. কে পরবর্তী খলীফা মনোনীত করে যথোচিত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। (তাফসীরে ইবনে কাসীর

গল্পের বিষয়:
ইসলামিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত