এক লোক ও একটা অভিজাত রেষ্টুরেন্ট

এক লোক একটা অভিজাত রেষ্টুরেন্টে ঢুকে দেখলো তিনটা দরজাঃ

১ম দরজায় লিখা চাইনিজ খাবার

২য় দরজায় লিখা বাঙালী খাবার

৩য় দরজায় লিখা ইংরেজ খাবার

লোকটি তার পছন্দ অনুযায়ী চাইনিজ খাবারের দরজায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন।

১ম দরজায় লিখা বাড়ি নিয়া খাইবেন

২য় দরজায় লিখা হোটেলে খাইবেন

লোকটি হোটেলে খেতে চেয়েছিল তাই হোটেলে খাইবেন লিখা দরজায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন।

১ম দরজায় লেখাঃ এসি

২য় দরজায় লেখাঃ নন এসি

লোকটি এসি রুমে খেতে চেয়েছিল তাই সে এসি লিখা দরজাটায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন।

১ম দরজায় লিখা ক্যাশ খাইবেন

২য় দরজায় লিখাঃ বাকি খাইবেন

লোকটি ভাবল বাকি খেলেই ভাল হয় তাই সে বাকি খাবেন দরজা টা খুলে বেরোতেই সে নিজকে রাস্তার মধ্যে পেল।

আল্লাহ বান্দাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু তারই দাসত্ব করার

জন্যে। অন্য কারো দাসত্ব বান্দার জন্য সমীচীন নয়। যদি আল্লাহকে পেতে চাও, যদি জান্নাত পেতে চাও তাহলে অবশ্যই আল্লাহ আদেশ ও নিষেধ মেনে চলতে হবে। নবী সাঃ এর আদর্শে নিজের জীবনকে গঠন করতে হবে। নগদ টাকা (আমল) ছাড়া আল্লাহকে পাওয়া খুব দুষ্কর। জান্নাতের মত রেস্টুরেন্টে ঢুকতে হলে আমলই আবশ্যক।

গল্পের বিষয়:
ইসলামিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত