আমরা মুহাম্মদ বিন কাসিম, সালাউদ্দীন আয়ুবী, ওমর, খালিদ বিন ওয়ালিদ, হামজা এর জাতী!

এক বনে এক বাঘের বাচ্চার মা- বাবা মারা গেল। তো এক রাখাল ছেলে বাঘের বাচ্চাটিকে দেখে খুব মায়া হল, সে বাচ্চাটাকে নিজের ভেড়ার পালের সাথে লালন পালন করতে লাগল।

বাঘের বাচ্চাটা শিকার ধরার পরিবর্তে ঘাস খাওয়া শুরু করল, সে ভুলে গেল সে বাঘের বাচ্চা! সে নিজেকে ভেড়ার বাচ্চা মনে করতে লাগল। সে ভেড়ার মত আচরন করতে শুরু করল। তার একটি দুঃখ বাকি ভেড়াদের মত তার কোন সিং নেই, ফলে সবাই তাকে সিং দিয়ে গুতো মারে সে কিছু

করতে পারে না!

একদিন বনের কিছু বাঘ এটি দেখল, তারা তাকে বুঝাল তুই

ভেড়ার বাচ্চা না তুই বাঘের বাচ্চা তুই একটা হুংকার দিয়ে দেখ ভেড়ার পাল যান নিয়ে পালাবে।

তাদের কথা মত বাঘের বাচ্চাটি ভেড়ার পালের কাছে গিয়ে হুংকার দিল অমনি সব যান নিয়ে পালিয়ে গেল! আমরা

মুসলিম জাতিরা ও বাঘের মত বীরের জাতি! আমরা বিজাতিদের কালচার অনুসরন করতে করতে নিজেদের আসল পরিচয় ভুলে গেছি! ভুলে গেছি আমরা মুসলিম!

জেনে রাখুন আমরা মুহাম্মদ বিন কাসিম, সালাউদ্দীন আয়ুবী, ওমর, খালিদ বিন ওয়ালিদ, হামজা এর জাতী! আমরা ঐ জাতি যাদের ভয়ে বাতিলেরা থর থর করে কাপত!! দুনিয়ার অর্ধেক যারা শাসন করত!

★ ইসলাম সম্পর্কে জানুন, কোরআন শরিফ পড়ুন এর অর্থ বোঝার চেষ্টাকরুন ,৫ ওয়াক্ত নামাজ পড়ুন, ধর্মীয় বিধান মেনে চলুন। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে সুনিশ্চিত।

গল্পের বিষয়:
ইসলামিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত