স্বপ্ন দেখাটা দোষের কিছু নয় !! আপনি যদি মানুষ হোন আর আপনার মধ্যে যদি একটি সত্ত্বা থাকে তাহলে আপনি অবশ্যই স্বপ্ন দেখবেন… সে স্বপ্ন যদি হয় কাউকে ঘিরে, কারো অস্তিত্বের খাতিরে তাহলে আপনি হয়ে উঠবেন সেরা স্বপ্নবাজ !!
যে স্বপ্নকে বাস্তবের মোড়লে রুপ দেয়ার জন্য আপনি রাতদিন এক করে দিবেন !!
তবে যাকে নিয়ে স্বপ্ন দেখছেন সে কি জানে? তার মনেও কি আপনার জন্য সেই একই অনুভূতিরা জমা আছে যা ধীরে ধীরে আপনার মনের পুরোটা জুড়ে বিস্তৃতি লাভ করে চলেছে !!
যদি থাকে তাহলে হলপ করে বলা যায় এ দুনিয়ার সবথেকে সুখী মানুষটি আপনি !! আর যদি না থাকে?
তাহলে আপনার স্বপ্ন ভাঙবে !!
হ্যা…ভাঙবে !! খুব সজোরেই ভাঙবে… আর আপনার মনের যতখানি জায়গা জুড়ে আগে তার জন্য ভাললাগা, ভালবাসার অনুভূতি জমে ছিল ঠিক ততখানি জায়গা কালো আঁধারে ছেয়ে যাবে !!
আপনি ক্ষণিকের জন্য চিরতরে অন্ধকার জগতের বাসিন্দা হয়ে যাবেন… কিচ্ছু ভাল লাগবে না !! সারাক্ষণ সেই অন্ধকার আপনাকে আচ্ছন্ন করে রাখবে !! আর ধীরে ধীরে আপনি সেই অন্ধকার জগতে তলিয়ে যেতে থাকবেন… খুব কষ্ট হবে !!
আপনার সত্ত্বার খানিক অংশ নিস্তব্ধ হয়ে যাবে !! স্বপ্নগুলো মরে যেতে থাকবে !! সাথে আপনিও… তাই স্বপ্নভাঙার আগে, আপনার অনুভূতিগুলো মরে যাওয়ার আগেই সেই মানুষটিকে আপনার মনের কথা জানান… তাকে নিয়ে নিজের অনুভূতিগুলো তার কাছে ব্যক্ত করুন !!
তাকে ঘিরে আপনার যে স্বপ্নগুলো তা জানান… দেখবেন বিফল হবেন না !! ক্ষেত্রবিশেষে বিফল হলেও আপনার অনুভূতিগুলো মরে যাবে না !! স্বপ্নগুলো একেবারে ভেঙে যাবে না… আমি বলছি না যে এতে কষ্ট হবে না !! আপনার মধ্যে যদি একটি শুদ্ধ হৃদয় থাকে তাহলে অবশ্যই কষ্ট হবে… তবে কষ্টের মাত্রাটা খানিকটা হলেও কম হবে !! খানিকটা হলেও কম হবে…