১৮৬৫সাল…
.
ডেয়ার ডেইমেন
আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু ততটা ভালো নেই, তোমার ছোট ভাই যতটা ভালো থাকবে বলে তুমি আশা কর। মা মারা যাবার পড় থেকে তুমি আর্মি তে। বাবাও প্রতি দিন রাতে মদ খেয়ে বাসায় ফিরে। ছোট মা আমাকে খুব বকা ঝকা করে, মাঝে মাঝে মার ও দেয়। ছোট মা একদম ভালো না, আমার একটুও ভালো লাগেনা। আমার খুব একা একা লাগে, কিছুই ভালো লাগে না। কি করব কিছুই বুঝে আসে না। যদি তুমি থাকতে তাহলে খুব ভালো হত। ভালো থেকো, নিজের যত্ন নিও। তোমার প্রিয়
স্টেফেন সেল্ভেটর
.
০২
জন= কি ডেইমেন, কার চিঠি??
ডেমন= আমার ছোট ভাই, ও খুব সমস্যায় আছে, আমাকে যেতে হবে।
জন= যুদ্ধ চলাকালিন সময় তুমি ছুটি পাবেনা।
ডেমন= আমাকে কর্নেল এর সাথে কথা বলতে হবে
.
০৩
ডেমন= স্যার, আমার এক সপ্তাহের জন্য ছুটি লাগবে। আমার ছোট ভাই খুব সমস্যায় আছে।
কর্নেল= এই মুহূর্তে কাউকে ছুটি দেয়া সম্ভব না।
ডেমন= স্যার আমার খুব দরকার
কর্নেল= ঠিক আছে, আমি তোমাকে এক সপ্তাহের ছুটি দিব। কিন্তু তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।
ডেমন= কি কাজ??
কর্নেল= জঙ্গলের ভিতরে একটি বাড়িতে একটি সন্ত্রাসী দল আত্মগোপন করে আছে, তাদেরকে জীবিত গ্রেফতার করতে হবে।
ডেমন= ওকে স্যার।
কর্নেল= তবে কোন বেসামরিক লোকের যেন কোন ক্ষতি না হয়।
.
.
০৪
জঙ্গলের ভিতরে কুটিরে কড়া নেড়ে দাঁড়িয়ে থাকে ডেমন। কিছুক্ষন পর ভিতর থেকে একটি ষোল কি সতের বছরের মেয়ে দরজা খুলে দেয়। নীল রঙের চক্ষু বিশিষ্ট মেয়েটি ডেমন কে ভেতরে আসার জন্য বলে।
ডেমন= আমি একজন ক্লান্ত সৈনিক, অনুগ্রহ করে আমাকে একটু পানি পান করাণ।
মেয়েটি= তোমার নাম কি
ডেমন= ডেমন সেল্ভেটর
মেয়েটি= ভিতরে আসো, এখানে কি করতে এসেছ??
ডেমন= কিছু গুপ্ত ঘাতক কে গ্রেফতার করতে এসেছি
মেয়েটি= তার মানে তুমি পানি পান করতে আসো নি, এক কাজ কর… মেয়েটি নিজের হাতে কামড় দিয়ে কিছু রক্ত বের করে একটা গ্লাসে নেয়। গ্লাস টা ডেমন এর দিকে বাড়িয়ে দিয়ে বলে= এটা পান কর।
ডেমন কোন কথা না বলে সাথে সাথে গ্লাসের সব রক্ত একবারে খেয়ে খালি করে দেয় । সাথে সাথে মেয়েটি ডেমনের ঘাড় মোটকে দেয়। ডেমনের শরীর মাটিতে লুটিয়ে পড়ে।
প্রায় দুই দিন পর ডেমনের ঘুম ভাঙে।
০৫
ডেমন বাড়িতে আসতেই প্রথমেই ওর সৎ মায়ের সাথে দেখা হয়। সৎ মা ডেমন কে দেখেই চিৎকার চেচামেচি শুরু করে দেয়। = একটার জালায় বাচি না, আবার আরেকটা এসেছে মরতে।
ডেমন ওর সৎ মায়ের ঘাড়ে একটা কামড় দিয়ে শরীরের সমস্ত রক্ত শুষে ফেলে। ডেমনের সৎ মা মৃত্যু যন্ত্রণায় কাঁপতে থাকে। নিথর দেহ টা মাটিতে ফেলে দিয়ে বলতে থাকে= আমি মরতে আসি, I already death.
দূর থেকে সব দেখতে থাকে স্টেফেন। এই নির্মমতাই স্টেফেন নির্বাক হয়ে যায়, আকস্মিক ওর মুখ থেকে বেরিয়ে আসে= ডেইমেন!!!!
ডেমন= হ্যালো ব্রাদার
স্টেফেন= তুমি এখানে?? (স্টেফেনের চোখে মুখে বিস্ময় এবং প্রশ্ন দুটোই।)
ডেমন= ভেম্পায়ার কিং এখন থেকে এখানেই।