ভয়ানক নরক

ভয়ানক নরক
কালু আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু,বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম।এমন কোন দুষ্টুমি ছিলো না যা আমরা করি নি।তবে হ্যা,আমরা কারো ক্ষতি করতাম না।যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হল ভুত সেজে লোকজনকে ভয় দেখানো।গ্রামে রটেই গিয়েছিল এলাকায় ভুতে বাসা বেঁধেছে। আমরা এসব শুনে চুপিচুপি হাসতাম।এভাবে খুব মজাতেই ছিলাম আমরা।। একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হল।কালু আমার সবসময়কার দোস্ত,তাই কালুকেও বললাম আমার সাথে যেতে।প্রথমে অবশ্য কিছটা ইতস্তত
করলেও পরে রাজি হয়ে গেল।নির্দিষ্টদি নে বাসার সবাই রওনা দিল।পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারি নি। কারন আম্মু পাশেই ছিল।বিয়ে বাড়িতে অনেক লোকজন,খুব ভালোই লাগছিল। দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হল।বেশ খেলাম আমরা দুজনই।আম্মুরা নাকি কয়দিন নানু বাড়িতে বেড়াবে,তাই আমি আর কালু একাই গ্রামে ফিরে আসবো বলে ঠিক করলাম।কারন নানু
বাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না। আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন,বললেন,”তবে বাড়িতেই ফিরে যা,যে বদমাইশি তোরা করস এখানে তা করতে পারবি না”
আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এতো সুন্দরভাবে বুঝেন জানি না।আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন।বিকালবেলা ই বের হলাম নানু বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সি এন জি তে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে। আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরো মজা করতে পারব।ঠিক করলাম ট্রেনে করেই যাবো,টিকেট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবেই তো খেলা শেষ।স্টেশনে
যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিলো,দৌড়ে গিয়েও ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরের ট্রেন কয়টায় জানতে চাইলাম।লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে
থেকে বলল,”টিকিট ছাড়া যাইবা তাই না?সমস্যা নাই তোমাদের মতো থাকতে আমিও টিকিট
ছাড়া অনেকবার আসা যাওয়া করেছি।একটু অপেক্ষা করো,সন্ধ্যার পর আরেকটা ট্রেন আসবো,অইটাতে কইরা যাইতে পারবা।আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম,ভাবলাম টিকিট ছাড়া যাব এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন। কিন্তু ঘটলো তার বিপরীত।মাগরিবের আযান যেই দিল অমনি একটা ট্রেন আসল। কাউন্টারের সেই লোকটা কাছে এসে বলল”এইযে ট্রেন আইসা গেছে উইটা পড়ো,এইটা এইখানে বেশিক্ষণ দাঁড়াইবে না।”
কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম।অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল।বগিটা বেশ খালি,যে কয়জন লোক আছে তার বেশিভাগই ঝিমাচ্ছিলো। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে
ঝিমাতে দেখে বেশ অবাক হলাম দুজনই। পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম।পাশেই যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠলো,কিন্তু কিছুই বললো না।আবার
ঝিমাতে শুরু করলো।ট্রেন বেশ জোড়েই চলছিল,জানালাগুলো খোলা ছিলো তাই বাতাস লাগছিল খুব।এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষন জোড়ে একটা ঝাকুনি খেলো।কি হচ্ছে বুঝে উঠার
আগেই আমাদের বগিটাসহ আরো কয়েকটা বগি ব্রিজ ভেংগে পানিতে পরে গেল।আমি কালু দুজনই বাচার আশা ছেড়ে দিলাম।ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে। বের হওয়ার কোন রাস্তা খুজে পাচ্ছিলাম না,কালু কোথায় আছে তাও জানি না।নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিলো,নিশ্বাস নিতে পারছিলাম না।মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম।এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরলো।কারো গাল ফুলে চোখ দুটো যেন বেড়িয়ে আসতে চাইছে,কারো গলা ফুলে গেছে।এককথায় সবার চেহারা এতো ভয়াবহ যে বলে বুঝানো যাবেনা।
সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে,”আমরা পানিতে ডুবে ঠিক এইভাবেই মরেছিলাম,তারপর থেকেই আমাদের এই অবস্থা।তোমারও একই পরিনতি হবে,মরার জন্য তৈরি হও।”
আমার চারপাশে অন্ধকার হয়ে এল।জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি।পুরো শরীর ভেজা,কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা।কিভাবে যে কি হল কিছুই বুঝে উঠতে পারলাম না,আমরা ছিলাম ট্রেনে। তারপর ট্রেন পানিতে পড়ে গেলো অথচ আমরা বাসে এলাম কি করে!!
তবুও মরনের হাত থেকে নিশ্চিত বাচতে পেরে দুজনই সস্তির নিশ্বাস ছাড়লাম।পানির নিচে আমার সাথে যা যা হয়েছে কালুর মুখেও একই ঘটনা শুনলাম।এটা কিভাবে সম্ভব?
“এই দুনিয়ায় সবই সম্ভব।”
পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম।লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল”সবই সম্ভব,বাবারা।সবই সম্ভব।দেখো আরো
অসম্ভব কিছু হয় কিনা?!!”
আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম।হঠাৎ ধুম করে একটা শব্দ।আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো।
আমাদের বাসটা তিন থেকে চারবার উল্টে গিয়ে খাদে পড়ল।আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরুতে লাগলো।পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে,তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে।কালু শুধু মৃত্যু যন্ত্রনায় কাতড়াচ্ছিলো।আমার পায়ের দিক থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছে।অনবরত রক্ত বেরিয়েই যাচ্ছিল।অসহ্য যন্ত্রনা হচ্ছিলো পুরো শরীরে,মনে হচ্ছিলো এরি থেকে মরে যাওয়াও ভালো।।আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরলো।কারো মাথা ফেটে মগজ বেড়িয়ে আছে,আবার কারো চোখ বোধহয় বেড়িয়ে গেছে।কারো বা হাত পা নেই।অইরকম অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরো ভয়ানক ব্যথা শুরু হল। অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এল।আবার আমি শুনতে পেলাম,কারা যেন আমার কানে কানে বলছে,”ভয় কি জিনিস এবার নিশ্চয় বুঝতে পেরেছ।………”
আরো কি যেন বলেছিল শুনতে পাই নি।
চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসায় খাটে শুয়ে আছি।আমাকে চোখ খুলতে দেখে আম্মু রাগি রাগি মুখ করে বললেন,”এমন ঘুম জীবনে কখনো দেকি নি।কতক্ষণ ধরে দরজা
ধাক্কালাম,দুজন এমনভাবে ঘুমাচ্ছিলেন যে শুনতেই পাননি।বাধ্য হয়ে দরজা ভাংতে হলো।তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতরে হারিয়েছিলেন??”
আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে বললাম,” অনেক ভয়ানক নরক,অনেক ভয়ানক।।””
গল্পের বিষয়:
ভৌতিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত