মায়াজাল পর্ব -৩

মায়াজাল পর্ব -৩

রিয়ার চোখের সামনে ধিরে ধিরে অন্ধকার ছেয়ে যায়৷ ও চলে যায় এক অন্য দুনিয়ায় যেখানে চারিদিকে শুধু অন্ধকার দেখতে পায় ও..
কাকু প্রশ্ন করতে শুরু করে..
কাকু- তুমি কে?
রিয়া- আমি রাই..
এই কথা শুনে জিয়া অবাক হয়ে য
কাকু- রাই তুমি এখন কোথায় ??
রিয়া- আমি এখন একটা বিলডিং এর সামনে..
কাকু – আশেপাশে আর কি আছে??
রিয়া – চারিদিকে শুধু অন্ধকার .শুধু বিলডিংটাই দেখা যাচছে ..
কাকু- বিলডিংটার ভেতরে ঢোকো..
রিয়া- ওকে৷৷
কাকু – এখন তুমি কোথায় ?
রিয়া- আমি এখন বিলডিংটার করিডোরে..
কাকু – করিডোরে কি কি আছে?
রিয়া – করিডোরটা লম্বা আর দুপাশে কিছুদুর দুর লম্বা বেনচ পাতা.আর একটা বালব জলছে..
কাকু – তুমি সামনে এগিয়ে যাও ১০ কদম.
রিয়া – ওকে
কাকু – এখন কি দেখছ?
রিয়া – একটা লোক ওটিতে একজনের অপারেশন করছে..
কাকু – তুমি কি তাকে চেনো?
রিয়া- হুম..উনি আমার বাবা.
কাকু – উনি কি করেন?
রিয়া- উনি মৃত মানুষকে জীবিত করার উপর একটা রির্সাচ করছেন..
কাকু – কেন?
রিয়া – যাতে আমাদের দেশের প্রতিভাবান্
ব্যক্তিদের মৃত্যুর পরও তাদের জিবীত করা যায়..
কাকু – উনি কি সফল হয়েছেন??
রিয়া – না৷৷ উনি এখনো পর্যন্ত ৫ জনকে খুন করেছেন..আজ একেও মারবেন..
কাকু- তুমি এখন কি করছ?
রিয়া- আমি পেট্রোল দিয়ে নিজেকে জালাবো..আমার সাথে এই ল্যাবও জলে পুড়ে নষ্ট হয়ে যাবে..বাবা আর কাউকে মারতে পারবে না..
হঠাত্ করে রিয়া প্রচণ্ড জোরে চিতকার করতে থাকে বাচাও বলে আর হাত পা ছুড়তে থাকে…
কাকু ওর জ্ঞান ফিরিয়ে আনে…
কিছুক্ষণপর ও সাভাবিক হলে ওকে আর জিয়া কে নিয়ে ওই রুম থেকে বেরিয়ে অন্য রুমে আসেন…
তিনি ওদের বলেন যে রিয়ার সমস্যাটা তার আগের জন্মের জন্য …ওর একজন
প্যারানমাল একসপারটের এডভাইস দরকার…
আমার একজন চেনা প্যারানমাল একসপারট আছে..আমি কাল তোমাকে ওখানে নিয়ে যাবো..আজ তোমরা হস্টেলে যাও…
রিয়া আর জিয়া চলে আসলে কাকু ভাবতে থাকে রিয়ার সমস্যাটা নিয়ে…

আরো গল্প পড়তে লিংক এ ক্লিক করুন……

মায়াজাল পর্ব – ২

মায়াজাল পর্ব -৪

গল্পের বিষয়:
ভৌতিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত