অপ্রত্যাশীত ভালবাসা (পার্ট-১)

অপ্রত্যাশীত ভালবাসা (পার্ট-১)

কালো যাদু দ্বারা মানুষ যা পায় তার চেয়েও বেশী হারাতে হয়।আমিও পেয়েছিলাম কিন্তু হারিয়েছি পাওয়ার চেয়েও বেশি।আজ আমি বাকরুদ্ধ।কিছু বলার নেই করার নেই শুধু চোখের পলক ফেলে দেখি।আমি নূরি।সারা শরীরে যেন সব সময় জিদ হয়ে থাকতো।কেউ আমার কথার উপর কথা বললে যেন আগুনে গা পুড়ে যেত।যা আমার চাই তা লাগবেই।না কথা যেন শুনতেই পারতাম না।সেই আমি একটা ছেলেকে ভালবাসতাম।অনেক ভালবাসতাম।উঠতে,বসতে,ঘড়ির কাটার মত প্রতিক্ষনে তার কথা মনে করতাম।আমার এমন মনে হতো আমার জীবনে কিছু অপূরণ রয়ে গেছে।তা পূরণ হবে রাফিকে পেলে।হ্যা ওর নাম রাফি।রাফিকে ১ম দেখি বাড়ির ছাদ থেকে।আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে।সেখানে প্রথম দেখলাম তাকে।রাফি বন্ধুদের সাথে মাঠে রোজ খেলতো।প্রতিদিন দাড়িয়ে থাকতাম ছাদে শুধু রাফিকে দেখার জন্য।না আর পারছিনা এই কথাটা নিজের মধ্যে রাখতে।

আজ রাফিকে বলে দিব কথাটা আমি তাকে ভালবাসি।এই ভাবছি আর সিড়ি দিয়ে নামছি।রাফির কাছে গিয়ে তাকে ডাকলাম সে আসলো।তাকে বলে দিলাম কতটা ভালবাসি।রাফি আমাকে বলল সে অন্য কেউকে ভালবাসে।রাফির মুখ থেকে না শুনে রাগে আমার চোখ লাল হয়ে যাচ্ছে।হাসি মুখে তার সামনে থেকে চলে আসলাম।নিজের রুমে গিয়ে চিৎকার করছি আর হাতের কাছে যা পাছ্ছি সব ভেঙ্গে ফেলছি।মা দৌড়ে ছুটে আসলো।শান্তনা দিচ্ছে আমাকে।কিন্তু আমার যন্তনা যেন আরও বেড়ে যাচ্ছে।মাকে মারা জন্য হাতে ভাসটা উঠিয়ে নিলাম।বাবা এসে হাতটা ধরলো।আজ আমাকে থামানোর শক্তি যেন কারো নেই।

মা আমাকে জোড় করে মেডিসিন খাইয়ে দিল।এখন আমার সব শক্তি যেন মলিন হয়ে যাচ্ছে।আমি ঘুমিয়ে পড়লাম।সকালে যখন ঘুম থেকে উঠি দেখলাম পুরো ঘর এলোমেলো।আমার কিছুই মনে পড়ছে নামা নাস্তা করার জন্য ডাকচ্ছে।ফ্রেশ হয়ে নাস্তা কটে ছদে গেলাম।মাঠের দিক চোখ পড়তেই রাফির কথা মনে পড়লো।মায়ের দেয়া মেডিসিনের জন্য সব মাথা থেকে আউট হয়ে গিয়েছিল।রেলিংয়ের উপর বসে আছি আর রাফির কথা ভাবছি।এত সহজ তাকে ভুলতে পারবো না কিছু একটা করতেই হবে রাফিকে পাওয়ার জন্য।কিন্তু আমিতো শুধু রাফির নামটাই জানি।এলাকার এক বড় ভাইয়ের কাছে থেকে রাফির নামটা জানি।এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম মাঠে একটা কালো বিড়াল মিউ মিউ করছে আর বিড়ালটার পা থেকে রক্ত বেড় হচ্ছে।দৌড়ে গেলাম বিড়ালটাকে দেখতে।মাঠে গিয়ে দেখলাম কিছুই নেই।না এটা আমার মনের ভুল ভেবে ফিরে আসলাম।বিকালে ছাদে দাড়িয়ে আছি রাফির জন্য।রাফিকে দেখছি আর ভাবছি শুধু কি দূর থেকেই দেখব তাকে।

রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলো।ঘড়িতে দেখলাম ৩টা বাজে।বিড়ালের শব্দ শুনে বারান্দায় গেলাম।সেই কালো,রক্তাক্ত বিড়ালটা।মিউ মিউ করছে,বিড়ালটা আমার দিকে তাকিয়ে আছে।বিড়ালটার দিকে তাকিয়ে মনে হলো অনেক দূর থেকে কেউ যেন আমার চোখে লাইট মারছে।পানি খেতে গেলাম ফিরে এসে দেখি বিড়ালটা নেই।ভাবছি আমার মনের ভুল।বিড়ালটার কথা ভুলে রাফির চিন্তা করছি।এভাবে চুপ থাকা যায় না অন্য কিছু করতে হবে রাফিকে পাওয়ার জন্য।এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম।আজ আবার রাফির কাছে গেলাম।ভালবাসার কথা বলতে না বন্ধুত্ব করার জন্য।কিন্তু সে তাও না করে দিল।হাসি মুখে আবার চলে আসলাম।এক সপ্তাহ পর আবার গেলাম রাফির কাছে।হাটচ্ছি আর ভাবচ্ছি ছলে,বলে,কৌশলে আজ রাফির সাথে বন্ধুত্বটা করবই।রাস্তায় সেই কালো বিড়ালটা।আমার সাথে হাটচ্ছি,মিউ মিউ করছে।দেখলাম বিড়ালটা সত্যি আমার পাশে।দেখচ্ছি রাফি আমার দিকেই এগিয়ে আসছে।রাফিকে বন্ধুত্বের কথা বলতেই হাসি মুখে মেনে নিল।আমি কিছুটা অবাক হলাম।

আরো গল্প পড়তে লিংক এ ক্লিক করুন……

অপ্রত্যাশীত ভালবাসা (পার্ট-২)

গল্পের বিষয়:
ভৌতিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত