গল্পের নাম:মানুষ নাকি দানব।
লেখক:আব্দুল্লাহ খাঁন ইমন।
আমাদের বাড়ির সামনের আমগাছটির নিছে বসে সারাটাদিন কেটে গেল।তাই মন আজ অনেক ভালো।অনেকদিন হয় কারও সাথে তেমন গল্প হয় না।তাই ভাবলাম মায়ের সাথে গল্প করে আসি।মন ভালো না থাকার আরেকটা বিষয় হলো আজ কয়দিন ধরে গ্রামের প্রায় দশ বছররে নিচে যথ শিশু আছে এক-এক করে প্রায় সবাই উদাও হয়ে যাচ্ছে।মায়ের রুমে ডুকতেই
মা বললেন”জানিস অতগূলো ছেলেমেয়ে কেথায় হারিয়ে গেল”
আমি বললাম”না”
মা বললেন”দক্ষিণ পাড়ার কালু কবিরাজ দশ বছর বয়সের নিচের শিশু নিয়ে সয়তানের পায়ে বলি দেয় আর এতে ও অনেক শক্তির অধিকারী হয়।পুলিশ থাকে ধরার চেষ্টা করছে।এখনও আটক করতে পারেনি”
এরই মাঝে সেজদা ভাই এসে খবর দিলেন”কালু কবিরাজকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে আগামিকাল কলুর বিচার”
২য় অধ্যায়
আমরা সবাই কালুর শাস্তির আদেশ দেখার জন্য পরদিন বিচারলয়ে হাজির হলাম।যখন বিচারে কালুর ফাসিঁর আদেশ হয়।থখন ঘটে গাঁ শিউরে উঠা এক কাণ্ড।বিচারলয় থেকে কালু কবিরাজ গায়েব।অনেক খূজাঁ-খূজির পরও কালু কবিরাজের আর কোন সন্ধান পাওয়া যায়নি।
::: সমাপ্ত:::