ইঁদুরছানা ঘুরতে বেরোল। এদিক সেদিক ঘোরাঘুরির পর আবার ফিরে এল তার মায়ের কাছে।
‘মাগো মা, আমি দুটো জীবকে দেখলাম, যাদের মধ্যে একটা ভয়ঙ্কর আরেকটা ভালো।’
মা বলল, ‘কেমন এরা, বল দেখি।’
ইঁদুরছানা বলতে লাগল, ‘একমাত্র ভয়ঙ্কর জীবটা ঘুরে বেড়াচ্ছে উঠোনে। তার পাগুলো কালো কালো, মাথায় বসানো লাল ঝুঁটি, প্যাটপেটে চোখ আর বাঁকানো নাক। যখন আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম সে তার ঠোঁট ফাঁক করল আর পা উঁচু করে এমন জোরে হাঁক দিল যে ভয়ের চোটে আমি কোথায় পালাব ভেবেই পাই না।’
‘আরে এটা যে মোরগ,’ মা বলল। ‘ওকে ভয় করো না, ও কখনও কারও ক্ষতি করে না। কিন্তু অন্য জন্তুটা?’
‘অন্যটা শুয়ে রোদ পোহাচ্ছিল। সাদা গলা ধূসর পায়ের পাতা আর সাদা বুক চেটে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে সে তার লেজ নাড়াচ্ছিল।’
‘আরে হাঁদা, এ যে বেড়াল!’
গল্পের বিষয়:
হাস্যরস