নেটওয়ার্কের চেপায়

নেটওয়ার্কের চেপায়

আমি সজীব। অনেক দিন পর মামার বারিতে এসেছি। আমি আবার ফেসবুক ছাড়া বেশিক্খন থাকতে পারি না।
কারন ফেসবুকে লেখালেখি করা আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু সমস্যাও একখান হয়ে গেছে।।
এখানে নেট ওয়ার্ক নেই বেশি।
কিন্তু আমার তো আর মন মানছেই না।
কি যে করি।
এরি মাঝে মামাতো ভাইয়ের ফোন।
ওর নাম জুয়েল।
:-হেলো ভাইয়া বলেন?
:-এই চল তোর ভাবির সাথে দেখা করতে যাই।,, আমিতো ভেবাচেকা খেয়ে গেলাম।
প্রায় রাত হয়ে গেছে। এই রাতের বেলা। নিশ্চয় কোনো আলাদা মতলব আছে ভাবির সাথে।
:-,,,,,(ভাবতেছি কোনো কথা নাই)
:-কি যাবিনা?
:-না ভাই আমার একটু সমস্যা আছে।
(মিথ্যা কথা)
তারপরেও জিজ্ঞাসা করলাম কোন জায়গায় দেখা করবেন?
:-পশ্চিমে ব্রীজের উপর মনে মনে ভাবলাম ওনে তো নেটওয়ার্ক ভালো পাবে। তাইলে তো যাওয়া যায়।
ওর কাজ ও করবে।
আমার কাজ আমি করবো। তাছাড়া ওর যে কুমতলব আছে সেটা আমি ভালো করে জানি।
জুয়েল ভাই একদিন বলছিল যে
:-তোর ভাবিরে কিস দিতে চাইলে দিতে দেয়না
:-কেন কি সমস্যা
:-আমি গলায় কিস দিয়া মজা পাই। তাই একদিন গলায় কিস দিছিলাম।

এখন কিস দিতে চাইলে বলে তুমি যে জায়গায় কিস দেও ওই যায়গায় কিস দিল আমার খুব সুশসুরি লাগে (কাতুকুতু)আমিতো হাসতে শেষ। এইডা কি শুনাইলো।
আমরা কথা বলতে বলতে ব্রীজের দিকে যাচ্ছিলাম। ভাইয়া বলল যে তুই ব্রীজের মাঝে থাকবি আর আমি শেষ মাথার ওইদিক তোর ভাবিল লগে দেহা করুম।
ও চলে গেল।
আশেপাশে কেউ নাই।
তাই মনে মনে বললাম যাক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা জায়গায় ফেসবুকিং এর সুযোগ করে দেওয়ার জন্য।
পেন খুলে সরি প্রান খুলে ফেসবুক চালাইতেছি।
কি মজা!
হটাৎ চিল্লানির শব্দ।
ভাইয়া যে দিকে গেছে ওই দিক থেকে এই শব্দটা আসতেছে।
হটাৎ ভাইয়া আমার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে আর বলতেছে বাচতে চাইলে পালা।।
আমিও ভাইয়ার পিছে দিলাম দৌর।
দুজনেই সামনে একটা বাশ বাগানে ডুকলাম।
আমাদের পিছে অনেক গুলো লোকও দৌড়াচ্ছিল। কিন্তু ওখানে ডুকার ফলে আর পায়নি।
কিন্তু এখনো যায়নি। আমাদের খুজতেছে।
ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ওর অবস্তা একদম অন্যরকম।
তার পরেও জিগায়লাম
:-ভাই কি হইছিল।?
:-আর বলিস না তোর ভাবির গলায় আজকেউ কিস দিছি। আর যেই মাত্র দিসি ওমনি জোরে হাইসা দিছে। আর ওর হাসি শুইন্না পাশের বারির লোক সব গুলো বের হয়ে আসছে।
আমিতো হাসতে হাসতে শুয়ে পরছি বাগানে। অনেক কষ্টে হাসিটা থামাইলাম। কিন্তু হাসি থামিয়ে দেখি
ও নেই।
হায় হায় লোক গুলোও তো চারদিক ঘিরে ফেলছে।
হায় হায় আমারে তো ধরে ফেলছে।
একি কান্ড কোন নেটওয়ার্ক কোন জায়গায় লাগলো। আমারে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে।

গল্পের বিষয়:
হাস্যরস
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত