হঠাৎ বিকেলবেলা আমার সহজ-সরল বন্ধু মফিজ এসে হাজির।
_ দোস্ত, চাঁদ সুন্দরীরে ছাড়া আমি বাঁচুম না।’
_ কস কী ‘তা চাঁদ সুন্দরী টা কে?’
_ আমার ফেসবুক ফ্রেন্ড। অরে আমি ভালোবাসি।’
ভালো তো ‘তাইলে তারে কইয়া ফালা’
_ কেমনে কই? বুদ্ধি দে।’
_তার ঠিকানা কী?’
_ তা তো ওর প্রোফাইলে নাই। শুধু নামটা আছে। আর তার সুন্দর একটা ছবি।’
_ ‘তাতেই তুই ফিদা?’
_ হ দোস্ত। হেয় আমার টাইম লাইনে যেই সব কমেন্ট লেখে, আমার মাথা গরম হইয়া যায়।’
_ ‘উদাহরণ দে।’
তোমার প্রতি অঙ্গ লাগি, প্রতি অঙ্গ কান্দে মোর — হায় দিলবার দিলবার !!
তুমি দিবে কিছু আমি দিব কিছু সেই থেকে জন্ম নিবে ছোট একটি শিশু!
হাই মফিজ আই এম চাঁদ সুন্দরী!!!
_ থাক ! পাগলা, আর কস না কানদাইবি নাকি ?’
_ হো ! এক কাজ করি, আমি তারে পোস্ট কইরা দেই, আই লাভ ইউ, কী কস?০০’
_‘এক কাজ কর, অর ঠিকানা জানতে চা, অরে দেখা করতে ক।’
_ কিন্তু সমস্যা তো এইখানেই, সে তো দেখা করতে চায় না। কিন্তু দোস্ত, অরে ছাড়া আমি বাঁচমু না—প্লিজ,
দোস্ত।’
_ আচ্ছা ‘তোর চাঁদ সুন্দরীর ছবিটা আমারে দেখাইতে পারবি?’
_‘এইডা কোনো ব্যাপার! এখনে দেখাইতেছি দারা।’
_ আচ্ছা তো ছবিটা দেখা।
মফিজ—আমার সরল, বোকা দোস্ত চাঁদ সুন্দরীর প্রোফাইল থেকে যে ছবিটা বের করে দেখাল, তা দেখে আমি সাড়ে ২ মিনিট অঙ্গান ছিলাম, হালার ইচ্ছে করছিল , থামা গাড়ির নিচে পইড়া মোইরা যাই।
ওই চুইটি চাঁদ সুন্দরী আর কারও নয়, ইন্ডিয়ার গায়িকা রানু মন্ডল ওরফে চাঁদ সুন্দরী।
হায়রে বোকা মফিজ! তুই জানিস না রে, রানু মন্ডল থুক্কু তোর চাঁদ সুন্দরী জাতির ক্রাশ
তোকে কী করে বুঝাই, চাঁদ সুন্দরী কে তুই কখনো পাবি নারে । তার লক্ষ লক্ষ ক্রাশের ভিরে তুই একটা অসহায় মফিজ!
#হায়রে_প্রেম
#Md_Ferdous_Rana