
আঁধারের মানুষেরা
প্রচণ্ড শীতের ছোবল। আর চুল-চিকন ঝিরঝিরে বৃষ্টির চামড়াছেঁড়া পিঁপড়েকামড়। সামনের কুয়াশাঢাকা ধুধু অঞ্চলের মাটির ঘরগুলো মরে গেছে, এমনকি জমিন ফুঁড়ে ওপরে ওঠা জঙ্গলে বৃক্ষগুলো পর্যন্ত। কে বলবে আজ পূর্ণিমা? যেন সূর্য পড়বে কপালে, অঞ্জন হাতের…