সাহিত্য চর্চা এবং এর মাধ্যমে মননশীলতার বিকাশ করাই, “গল্প বলি” এর উদ্দেশ্য। কষ্ট – আনন্দের গল্পের সমাহারে মেল-বন্ধন খুঁজে পাওয়ার স্বপ্ন নিয়ে “গল্প বলি” পথ চলা শুরু। আলো ছড়ানো, পরিচ্ছন্ন সাহিত্য চর্চার জন্যে লেখিয়ে এবং পাঠকদের নিয়েই আমাদের “গল্প বলি” । সকল বয়সের, সকল ধর্মের, সকল মতাদর্শের পাঠক ও লেখক সবাই আমন্ত্রিত।
আমাদের খুব সামান্যই চাওয়া- প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সাহিত্য ও সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়া।
The purpose of the “Golpo Boli” is to develop literary practices and to develop mentality through it. Combination of sorrow and happy stories, Golpo Boli’s dream is to find mail-ties with the readers and writers. Our motto is – Honest literature exercises, and spread these with the readers and writers. All ages, all religions, readers, and writers of all ideology are invited.
Our very little aspiration: to spread literature and culture practices from generation to generation.